Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশের নাটক ভাষা

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটক ‘ভাষা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মেহজাবিন চৌধুরী, তৌসিফ মাহবুব প্রমুখ। নাটকের গল্প দুজন পৃথক দৃষ্টিভঙ্গির মানুষের মানসিক বিরোধের। ভাষা ও সুমন। এসময়ের দুজন তরুণ-তরুণী কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ দু’রকম। ভাষা বড় হয়েছে বিদেশে। কিন্তু তার স্বপ্ন দেশ নিয়ে। অন্যদিকে সুমন বড় হয়েছে দেশে। কিন্তু দেশ নিয়ে তার মনে বিরাট হতাশা। গ্রামে বাপ-দাদার বিশাল সম্পত্তি বিক্রি করে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন তার। তার ধারণা, এদেশে কোন ফিউচার নাই। বিদেশী দালাল ধরে একটা স্কলারশিপের ব্যবস্থা করে সে আমেরিকা যাওয়ার সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলে। এই বাউন্ডুলে সুমনের গ্রামের সমস্ত সম্পত্তি কিনতে এসে পরিচয় হয় ভাষা গ্রুপের কর্ণধার ভাষার। ভাষা বিদেশে মানুষ হলেও দেশের প্রতি একটা আজন্ম টান তার শৈশব থেকেই। তাই পড়ালেখা শেষ করে চলে আসে দেশে বাপ-দাদার ব্যবসার হাল ধরতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ