বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময়ের গুলি, এসএমজি ও এলএমজির ম্যাগজিন এবং গ্রেনেড উদ্ধার হয়েছে। রোববার সকালে বগুড়া সদর উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে একটি এসএমজি, ২৪ রাউন্ড গুলি, এসএমজি’র ৩টি ও এলএমজি’র ১০টি ম্যাগজিন এবং ৬টি গ্রেনেড পুলিশ উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ঐ গ্রামের মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি তৈরি করছিল। বাড়ির পাশে সেফটি ট্যাংক নির্মাণের জন্য রোববার সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজ করাকালীন প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পায়। এসময় তারা পাতিল ভেঙে উল্লেখিত অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গুলি ম্যাগজিন ও গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।