বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্র থেকে কুমির ছানা উধাও ও হত্যার ঘটনা কেন্দ্র করে তদন্ত কমিটি চিতা বিড়ালকে দায়ী করে প্রমাণ করেছে বনবিভাগের অবহেলার প্রকৃত চিত্র। তবে এটি চিতা বিড়াল দ্বারা সংগঠিত হয়েছে কিনা তা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে চিতা বিড়ালটি হত্যা করার সিদ্ধান্তটি আইন বহির্ভূত কিনা তাও ভাবতে হবে। একটি অপরাধ ঢাকতে আর একটি অপরাধ করা কতটুকু সমীচীন হল এটাও আজ তদন্তের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। প্রজনন কেন্দ্রে কুমিরের বাচ্চা সুরক্ষায় নজরদারি ও পাহারা রয়েছে, কেন্দ্রটি নিরাপদ রাখতে নেটজাল দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে কুমির বাচ্চার সব প্যান। দিন ও রাতে সব প্যান ঘিরে মোতায়েন থাকে সশস্ত্র বনরক্ষী। সেখানে শুধুমাত্র চিতা বিড়াল দায়ী এটা মানতে নারাজ পরিবেশ কর্মীরা। গতকাল (শনিবার) খুলনার পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা এসব কথা বলেন।
জনউদ্যোগ খুলনার আহ্বায়ক অ্যাড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন জনউদ্যোগ মহেন্দ্রনাথ সেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা অ্যাড. আফম মহসীন, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অ্যাড. মোমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু, মফিদুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।