গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর খিলগাঁও থানার নূরবাগ পানির পাম্প এলাকা থেকে লেবাননে মানব পাচারকারী চক্রের মূলহোতা নূরনবীকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব-৩। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তার আসামী জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স নেই। তবু্ও ভুয়া ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে লেবাননে উচ্চ বেতনে চাকরী থাকা খাওয়া ফ্রী এবং নানাবিধ সুবিধাসহ চাকরি দেয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, লেবাননে পাঠানো ছাড়াও সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে নির্যাতন চালানো, প্রাণনাশের হুমকি দিয়ে নানা অনৈতিক কর্মকান্ডসহ মুক্তিপণ আদায় করত।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।