বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ২ জনকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তাররা হলো- মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. আলীম হোসেন (৩০) ও মো আসলাম মিয়া (২৫)।
সোমবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, আসামী ভিকটিমদের কাছ থেকে সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভাল ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকরি দেয়ার লোভনীয় প্রলোভন দেখায়। এরপর সৌদি আরবে পাঠানোর নামে তাদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রের কাছে বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।