Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়া জাতিকে ভিক্ষুক বানাতে চান খন্দকার মোশাররফ হোসেন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জাতিকে ভিক্ষুক বানাতে চান, আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চান জাতি ভিক্ষা নিবে না; ভিক্ষা দিবে।’ শুক্রবার রাত ৮টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ হলরুমে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কর্মী-সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি এ সব কথা বলেন। এছাড়াও তিনি সমাবেশে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজয় কি তা তিনি জানেন না। সবখানে তার জয় জয়কার। দীর্ঘদিনের সমুদ্র সীমার জটিলতা নিরসন এবং ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করে কূটনৈতিক বিজয় অর্জন করেছেন। এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। তিনি দু’দিনের সফরে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় অবস্থান করছেন। শনিবার সকালে তিনি কুড়িগ্রামের দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি এবং বিকেলে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও রোববার মন্ত্রী ভূরুঙ্গামারী উপজেলায় যত্ন প্রকল্প (ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট)-এর সুবিধাভোগীদের ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। পরে একই উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের মহিলা উপকারভোগীদের দ্বারা সড়ক মেরামতের কাজ পরিদর্শন, বৃক্ষরোপণ ও সেলাই মেশিন বিতরণ করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেগম

২৩ সেপ্টেম্বর, ২০২২
২৬ ফেব্রুয়ারি, ২০২২
৯ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ