Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা দ্বিতীয় জয় বাংলাদেশ পুরুষ দলের

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রোলবল বিশ্বকাপের চতুর্থ আসরে স্বাগতিক বাংলাদেশ পুরুষ দলের লক্ষ্য শিরোপা জয় করা। আর এ লক্ষ্য পূরণে গুটি গুট পায়ে এগিয়ে চলেছে লাল-সবুজরা। আগের দিন নিজেদের প্রথম ম্যাচে হংকংকে বিধ্বস্ত করার পর গতকাল দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে তারা। ফলে টানা দুই জয়ে বাংলাদেশ পুরুষ দল বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নিল। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ৯-২ গোলে হারায় ভুটানকে। একই দিনে স্বাগতিক মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে সহজ জয় তুলে নেয়।
হংকংকে হারানোর পর বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক আসিফ ইকবাল বলেছিলেন,‘এবার আমাদের লক্ষ্য বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা। তাই লক্ষ্য পূরণে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে প্রতিটি ম্যাচ জিততে চাই আমরা।’ অধিনায়কের কথার রেশ ধরে যেন সে পথেই হাঁটছে তার দল। দ্বিতীয় ম্যাচের জয় তারই প্রমাণ। কাল বেলা সোয়া ১১টায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ভুটান ম্যাচে যথারীতি অতিথি দলকে কোনঠাসা করে রাখে স্বাগতিকরা। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লাল-সবুজদের পক্ষে ১১ গোল করা হƒদয় হোসেন এ ম্যাচে করেছেন চার গোল। সমান সংখ্যক গোল করেন আরাফত আলমও। বাকি গোলটি করেন সোহাগ। প্রতিপক্ষ ভ‚টান দু’গোলের শান্তনা নিয়েই মাঠে ছাড়ে। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয়ায় উচ্ছ¡সিত বাংলাদেশ অধিনায়ক আসিফ ইকবাল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস করে এগিয়ে যাচ্ছি। এভাবেই এগিয়ে যেতে চাই। এই ম্যাচে ২:৩ পদ্ধতিতে খেলেছিলাম। এতেই জিতেছি। আলাদাভাবে কোনো কিছু না ভেবে আমরা প্রতিটি ম্যাচেই জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামছি এবং সেভাবেই খেলছি।’ এই ভেন্যুর পুরুষ বিভাগের অন্য ম্যাচে পাকিস্তান ১১-০ গোলে গায়ানাকে এবং সিয়েরালিওন ৫-৪ গোলে হারায় ওমানকে।
অন্য দিকে পুরুষ দলের টানা দ্বিতীয় জয়ের দিন নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলাদেশ মহিলা দল। কাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারা ৮-২ গোলে হারায় নেপালকে। বিজয়ী দলের জান্নাত জেবিন হিয়া একই করেন পাঁচ গোল। একই দিন সকালে পল্টন ময়দান সংলগ্ন নব-নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্সে চীনের পুরুষ দল ১-২ গোলে ফ্রান্সের কাছে হেরে গেলেও চীনা মেয়েরা ৩-০ গোলে হারায় তাঞ্জানিয়াকে। এ ছাড়া এই ভেন্যুতে পুরুষ বিভাগের খেলায় বেলারুশ ১৬-১ গোলে তুর্কিকে হারায়। জাম্বিয়া ১-১ গোলে ড্র করে চায়না তাইপের বিপক্ষে। এবং ইংল্যান্ডের মহিলা দল গোলশূন্য ড্র করে ইন্দোনেশিয়ার বিপক্ষে। ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের খেলায় লাটভিয়া ২-০ গোলে উরুগুয়েকে এবং মহিলা বিভাগে ডেনমার্ক ৬-০ গোলে হারায় তুর্কিস্থানকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ