Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা সৈয়্যদ আসহাব উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাসেমী (মা,জি,আ)’র বেয়াই রাউজান হলদিয়া উত্তর সর্তা নিবাসী আলহাজ আল্লামা সৈয়্যদ আসহাব উদ্দিন এর নামাজে জানাজা গতকাল শুক্রবার সকাল ১০টায় দমদমা নুরুল উলুম আহমদিয়া আজিজিয়া মাদরাসার ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গহিরা আলিয়ার সাবেক অধ্যক্ষ আলহাজ সৈয়্যদ নুরুল মোনাওয়ার (মা,জি,আ)। এর আগে বৃহস্পতিবার বাদে মাগরিব চট্টগ্রামের আহসানুল উলুম কামিল মাদরাসা ময়দানে আল্লামা কাজী নুরুল ইসলাম হাসেমী (মা,জি,আ) ইমামতিত্বে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজা শেষে তাকে দমদমা মাদরাসা সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। তার ঈছালে ছাওয়াবের উদ্দেশ্যে বৃহস্পতিবার সারারাত ওলামায়েকেরাম ও মাদরাসা ছাত্ররা পবিত্র কুরআন খতম, তাহলিল, মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন। নামাজে জানাজায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আলহাজ আল্লামা হাফেজ ছোলায়মান আনছারী, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স.উ ম আবদু সমাদ,বিশিষ্ট লেখক মুহাদ্দিস আলহাজ আল্লামা ইব্রাহীম আল কাদেরী,মরহুমের জামাতা আলহাজ আবুল ফোরকান হাসেমী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অসংখ্য রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ