নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : পাকিস্তান সুপার লীগের ( পিএসএল) গত আসরেও জ্বলে উঠেছিল তামীমের ব্যাট। পারফরমেন্সে খুশি হয়ে বাংলাদেশের এই বাঁ হাতি ওপেনারকে নির্ধারিত চুক্তির বাইরে বোনাস অর্থ পর্যন্ত দিয়েছিল পেশোয়ার জালমি। তামীমকে এবারো পেয়ে দলটি পাচ্ছে এই টপ অর্ডারের কাছে আস্থার প্রতিদান। গতকাল সারজায় কোয়েটা গøাডিয়েটর্সের বিপক্ষে এই ম্যাচটি ছিল তিন বাংলাদেশীর লড়াই। যে লড়াইয়ে তামীম চিনিয়েছেন নিজেকে একটু বেশিই। জুলফিকার বাবরকে দর্শনয় সুইপে স্কোয়ার লেগের দিয়ে বাউন্ডারিতে শুরু হয়েছে তামীমের ইনিংস। দিনটি একান্তই ছিল তামীম শো। ৪১ বলে টুয়েন্টি-২০ ক্যারিয়ারে ২৭তম ফিফটি উদযাপন করে তামীম উইকেটে অবিচ্ছিন্ন ছিরেণ ৬২ রানে (৪৬ বল)। যে ইনিংসে ৪ বাউন্ডারির পাশে ছিল ৪টি ছক্কা। দ. আফ্রিকার রসৌকে সুইপ শটে লং অনের উপর দিয়ে ছক্কায় ছড়িয়েছেন সুবাস, মোহাম্মদ নেওয়াজকে ও সুইপে মেরেছেন ছক্কা। জুলফিকার বাবরকে পুল শটে ছক্কার চুমোয় করেছেন ফিফটি উদযাপন,পরের বলে ও মিড উইকেট দিয়ে ছক্কা। বৃষ্টিতে খেলা যখন বন্ধ হয়, তখন পেশোয়ার জালমির স্কোর ১৬ ওভারে ১১৭/৩। ওখানেই থেমেছে ম্যাচ। জ্বলে ওঠা তামীমকে থামিয়ে দিয়েছে বৃষ্টি। সাকিব ব্যাটিংয়ের সুযোগ পাননি। কোয়েটা গøাডিয়েটর্সের হয়ে প্রথম ম্যাচে মাহামুদুল্লাহ করেছিলেন ২৯ রান। গতকাল বোলিংয়ে চিনিয়েছেন জাত এই অফ স্পিনার। মোহাম্মদ হাফিজকে শিকার করেছেন তিনি (১/১৮)। তবে তামীম শো’র ম্যাচটিতে ফলাফল হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।