Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন তিন ধারাবাহিকে তারিন

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ধারাবাহিক নাটকে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন। এনটিভিতে প্রচার চলতি একটি ধারাবাহিকসহ বর্তমানে নতুন তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিক তিনটি হচ্ছে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘ল্যাম্পপোস্ট’, বৃন্দাবন দাসের রচনায় ও সাগর জাহানের পরিচালনায় ‘আমাদের হাটখোলা’ এবং প্রসুণ রহমানের রচনায় ও হিমেল আশরাফের পরিচালনায় ‘গুগল সবজানে’। তিনটি ধারাবাহিকেরই শুটিং চলছে। ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকে তার বিপরীতে আছেন মোশাররফ করিম, ‘আমাদের হাটখোলা’তে তার বিপরীতে আখম হাসান, সাজু খাদেম এবং আরফান, ‘গুগল সবজানে’ নাটকে তার বিপরীতে অভিনয় করছেন সালাহ উদ্দিন লাভলু। তারিন বলেন, ‘এখনতো বিভিন্ন টিভি চ্যানেলে খন্ড নাটক, টেলিফিল্ম প্রচার তুলনামূলকভাবে কমে গেছে। ধারাবাহিক নাটকের প্রচার বেড়ে গেছে। আমিও আমার পছন্দমতো গল্পের ধারাবাহিক নাটকে অভিনয় করছি। ধারাবাহিক নাটকের গল্পের গাঁথুনি যদি ঠিক না হয় এবং চরিত্রের যদি পরিবর্তন না আনা হয় তাহলে একঘেয়েমি চলে আসে। নতুন যে তিনটি ধারাবাহিকে অভিনয় করছি, তিনটিরই গল্পের গাঁথুনি চমৎকার এবং চরিত্রও অসাধারণ। বেশ আগ্রহ নিয়েই ধারাবাহিকগুলোতে কাজ করছি।’ এদিকে তারিন অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘সানফ্লাওয়ার’ ধারাবাহিকটি নিয়মিতভাবে এনটিভিতে প্রচার হচ্ছে। এতে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ