প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী রুবি রোজ ‘জন উইক : চ্যাপ্টার টু’ চলচ্চিত্রে মাথায় নায়ক কিয়ানু রিভসের কনুইয়ের আঘাত খেয়েছেন, অভিনেত্রীটি জানিয়েছেন এই আঘাত তিনি খুব উপভোগ করেছেন।
২০১৪তে মুক্তিপ্রাপ্ত ‘জন উইক’ চলচ্চিত্রের সিকুয়েলটির এক হাতাহাতির দৃশ্যে রোজকে রিভসের হাতে মার খেতে হয়।
৩০ বছর বয়সী অভিনেত্রীটি বলেন, “প্রথমে আমি কিছুটা ভড়কে গিয়েছিলাম, তবে এখন আমি সে জন্য গর্ববোধ করছি।”
“আমি মাথায় কিয়ানুর কনুইয়ের আঘাত খেয়েছিলাম, এই কনুইয়ের আঘাত আমি সারা জীবন মনে রাখব,” তিনি বলেন।
রিভস বলেন, “আমি গাড়ির স্টিয়ারিং কলাম থেকে স্টিয়ারিং খুলে ফেলেছিলাম, ব্যাপারটা খুব উপভোগ করেছি।”
“ব্যাপারটা ভীষণ সহিংস, আমার হাতে একটি স্টিয়ারিং হুইল, ভাবুন,” রিভস আরও বলেন।
অভিনেতাটি জানান শুটিং করতে গিয়ে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি জানান সেরে ওঠার জন্য ঠান্ডা পানি, গরম পানি, আইস প্যাক, ওষুধ এবং সুরা সবই ব্যবহার করতে হয়েছে।
“আমার জন্য অ্যাকশনই সব নয়। কাহিনীই হল সব। আর হল ভূমিকা। আর আমার তা করতে ভাল লাগে। সুতরাং যত দিন পারব করে যাব,” কিয়ানু রিভস বলেন।
‘জন উইক : চ্যাপ্টার টু’ গত শুক্রবার মুক্তি পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।