Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্বভৌমত্বকে আঘাত করে ফেসবুকে স্ট্যাটাস

গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমর্যাদা ও সার্বভৌমত্বকে আঘাত করে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তাওহীদ ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের সিটিটিসি বিভাগের এসি অমিত কুমার দাশ বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে উত্তর বাড্ডা এলাকা থেকে তাওহীদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও একটি সিম জব্দ করা হয়। তিনি বলেন, গতকাল শুক্রবার রমনা মডেল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ তাওহীদকে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্বভৌমত্বকে আঘাত করে ফেসবুকে স্ট্যাটাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ