Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাকার সন্দেহে পুলিশে সোপর্দ পটিয়ায় মুক্তিযোদ্ধা হতে পারল না আকতার মিয়া

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে আকতার মিয়া নামের এক লোক রাজাকার সন্দেহে আটক হয়ে পুলিশে সোপর্দ করেছে মুক্তিযোদ্ধা কমান্ডার। যুদ্ধকালীন সময়ে নিজের ভূমিকা বিপাকে পড়েছে উপজেলার খরনা লালারখীর গ্রামের মৃত নুর আহমদের পুত্র আকতার মিয়া।
জানা যায়, পটিয়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে গত বুধবার খরনার মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকারের দিন ছিল। আকতার মিয়া তার অন লাইনে প্রদত্ত আবেদনের স্বপক্ষে হাজির হন। এতে তিনি ৩ জন সাক্ষীর নাম দেন। তারা হচ্ছেন মুক্তিযোদ্ধা মোস্তাক বিল্লাহ, নুরুল আবছার ও আবদুল গফুর। সাক্ষাতকারের পূর্বে স্বাক্ষী নুরুল আবছার ব্যতিত আর কেউ উপস্থিত না হওয়ায় বিষয়টি নিয়ে কমিটির সন্দেহ হয়। কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল ইসলাম, সদস্য আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, বদিউজ্জমান, আহমদ নবী, মহিউদ্দিন ও মোস্তাফিজুর রহমান তাদের জিজ্ঞাসাবাদে এলোমেলো উত্তর দেওয়ায় সাক্ষী মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে সনাক্ত করতে বললে নুরুল আবছার জানান, যুদ্ধকালীন আকতার মিয়াকে কৌশলে রাজাকারের ঘাটিতে পাঠিয়েছিলাম অপারশেন চালানোর জন্য। এসময় সে সঠিক কোন তথ্য দিতে পারেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ