বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাকারের তালিকা মনগড়া এবং সরকারের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়াম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তালিকা করা হলে এ ধরনের অভিযোগ থাকতো না। তিনি গতকাল মঙ্গলবার নগরীর কাজির দেউড়িতে মহানগর বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিজয় দিবসের দিন র্যালি করতে না দেয়া জাতির জন্য লজ্জা উল্লেখ করে তিনি বলেন, সরকার বাকস্বাধীনতা হরণ করছে। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, মোশাররফ হোসেন দিপ্তী, মুহাম্মদ শাহেদ, মহিলা দল নেত্রী ফাতেমা বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে একটি বিজয় র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।