Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকার চেয়ে অভিজ্ঞ বাংলাদেশ!

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মুরালীধরন খেলা ছেড়েছেন ৬ বছর আগে। মাহেলা, সাঙ্গাকারা, দিলশান এই ত্রয়ীকে নিয়ে এতোদিন বাংলাদেশ দলের সঙ্গে ব্যবধান গড়েছে শ্রীলংকা। এই চার ক্রিকেটারের একজনও নেই এখন আন্তর্জাতিক ক্রিকেটে। বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ (৭৮ টেস্ট) এবং অ্যাঞ্জেলো ম্যাথুউজ (৬৫ টেস্ট) ছাড়া শ্রীলংকার বর্তমান দলটির কেউ আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ নন তেমন। মুশফিকুর (৫২ টেস্ট),সাকিব (৪৭) ও তামীমের (৪৭ টেস্ট) বাংলাদেশ দলকে নিয়ে তাই শ্রীলংকা সফরে ভয়ের কিছুই দেখছেন না বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মেহমুদ সুজন। বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটারদের টেস্ট ম্যাচের সমস্টি যেখানে ২৬৩টি, সেখানে শ্রীলংকার ৩৫৭টি। তারপরও তিনি তিন ফরমেটের ক্রিকেটের এই পূর্ণাঙ্গ সিরিজে অভিজ্ঞতার বিচারে রাখছেন বাংলাদেশকেই এগিয়ে ‘সাকিব-তামিম-মুশফিক অনেক টেস্ট খেলেছে। ওরা অনেক অভিজ্ঞ। আমি মনে করে শ্রীলংকার চেয়ে আমরা অভিজ্ঞতায় এগিয়ে থাকবো।’
২০১৩ সালে সর্বশেষ শ্রীলংকা সফরে গল এ স্বাগতিক দলের উপর কর্তৃত্ব করে ড্র’ করেছে টেস্ট। ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায় হয়েছে নিস্পত্তি। সফরের একমাত্র টি-২০তেও লড়ে হেরেছে বাংলাদেশ। ২০১৪ সালে সাঙ্গাকরা, দিলশান, মাহেলা, ম্যাথুউজদের শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লড়াকু ড্র’র পাশে অন্য ম্যাচগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা করেছে যথেষ্ট মুশফিকুর রহিমের দল। সে কারণেই শ্রীলংকা সফরে দারুণ কিছুর ভরসা পাচ্ছেন বাংলাদেশ ম্যানেজার ‘এই সিরিজটি জিততে আমরা যথেষ্ট সামর্থ্যবান। প্রতিটি সংস্করণে আমরা ভালো ক্রিকেট খেলবো। আমার মনে হয় আমাদের এই দলটার সেই সামর্থ্য আছে।’ দ.আফ্রিকা সফরে ০-৩ এ টেস্ট এবং ০-৫ এ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ শ্রীলংকাকে পাচ্ছে বাংলাদেশ দল। তবে আত্মবিশ্বাসে ধাক্কা খাওয়া এই শ্রীলংকা দলটি যে হোমে কতোটা ভয়ংকর, গত বছরে হোমে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে তা জানিয়ে দিয়েছে শ্রীলংকা। বিষয়টা আমলে আনছেন সুজনও ‘যদিও ফলাফল আমাদের দিকে আসেনি,তবুও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। ভারতেও ভালো খেলেছে। সামনের সিরিজটি, শ্রীলংকার বিপক্ষে খুবই কঠিন সিরিজ। আমি বিশ্বাস করি, সেখানে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’
এদিকে ঝুঁকি এড়াতে মুস্তাফিজুরকে হায়দারাবাদ টেস্টের দলে বিবেচ্য করেনি বিসিবি। ইনজুরি থেকে ফিট হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে পারফর্ম করায় শ্রীলংকা সফরে তিন ফরমেটের ক্রিকেটের জন্য বিবেচ্য হচ্ছেন বাঁ হাতি কাঁটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এমন তথ্যই দিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার ‘আমার তো মনে হয় ও সব ফরমেটে খেলার জন্য প্রস্তুত। ও আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। একটা বড় চোট থেকে ফিরেছে। তাই দীর্ঘ দিন যাতে খেলতে পারে মুস্তাফিজ, সেভাবে ওর প্রতি লক্ষ্য রাখতে হবে।’ এদিকে উরুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগে হায়দারাবাদে ২ দিনের অনুশীলন ম্যাচে সেই উরুতে পুনরায় চোট পেয়ে ঢাকায় ফিরে আসা ইমরুল কায়েস শ্রীলংকা সফরের জন্য নিজেকে তৈরি করছেন বলে জানিয়েছেন ‘ভারতে থেকে আসার পর রিহ্যাব করেছি এবং গত দুই দিন ধরে ব্যাটিং ও রানিং করছি। আমার মনে হয়েছে, ওই রকম কোনো ব্যথা নেই। রানিং ও ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না, আমি অনেক ভালো অনুভব করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা

১৩ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ