Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠান

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি রাজধানীর শাহিন হলে আয়োজিত হলো দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠান। একটি ইউনিট অপারেটরস লাইসেন্স (ইউওএল) স্বাক্ষরের মাধ্যমে বিএএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল (এসইএমএস) ও বিএএফ শাহিন কলেজ এখন থেকে দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (দ্য ডিইএ ফাউন্ডেশন বিডি)-এর সাথে একসাথে কাজ করবে। অধ্যাপক ড. কে এম শরিফুল হুদা, ন্যাশনাল ডিরেক্টর অব দ্য ডিইএ ফাউন্ডেশন বিডি; গ্রুপ ক্যাপ্টেন মাখলুকুর রহমান খান বিপিপি, পিএসসি, পিএইচডি, বিএএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল (এসইএমএস)-এর প্রিন্সিপাল এবং গ্রæপ ক্যাপ্টেন এএইচএম আমীরুল আহসান, বিএএফ শাহিন কলেজ, ঢাকার প্রিন্সিপাল, স্ট্যান্ডার্ড বজায় রাখার কাজে সম্মতি দান করে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইউওএল-এ স্বাক্ষর করেন। চারশ’রও বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে হওয়া এ অনুষ্ঠানে গ্রæপ প্রেসিডেন্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাজী মো. সালাহউদ্দিন প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন। এছাড়াও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তানভির মাযহার ইসলাম তান্না এবং সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব শম্পা রেজা অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ