বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার পুরাতন মুহুরীগঞ্জে ট্রাকভর্তি ৩০০০ কেজি জাটকা (ছোট ইলিশ) আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য হবে ৮লাখ টাকা। জানাগেছে, চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে ছাগলনাইয়ার ঘোপালের পুরাতন মুহুরীগঞ্জে মাছভর্তি একটি ট্রাকে (নং চট্ট মেট্টো ড ১১-২৫৫১) গোপন সংবাদের ভিত্তিতে ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ তল্লাশি চালিয়ে জাটকা ভর্তি ট্রাকটি আটক করে । সন্ধ্যায় জাটকাভর্তি ট্রাকটি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের কার্যালয়ে এনে তিন হাজার কেজি জাটকা জব্দ ও চট্টগ্রাম সদরঘাট এলাকার ট্রাক চালক রফিকুল ইসলামকে একহাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ঘোপাল তদন্ত কেদ্রের ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, জব্দ করা তিন হাজার কেজি জাটকা ছাগলনাইয়া উপজেলার সরকারি শিশু পরিবারসহ ৩৫টি এতিম খানার মধ্যে বণ্টন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।