Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা
ছাগলনাইয়ার ঘোপালে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক মানিকের সঙ্গে সাবেক চেয়ারম্যান আজিজুল হকের দ্বন্দ্ব ছিল। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বারইয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়নের সমিতির বাজারে ঘোপাল ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বাবুল ও তার ভাই ছলিম উল্যাহ সুমনের সাথে স্থানীয় যুবলীগ কর্মী পারভেজের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত রোববার দুপুর ১টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়া নামকস্থানে ইউপি চেয়ারম্যান মানিক সমর্থক যুবলীগ কর্মী মোঃ পারভেজ ও ছাত্রলীগ নেতা তানভীর হোসেন ভূঁঞার ওপর হামলা করে আজিজ চেয়ারম্যানের ভাতিজা সাকিবের নেতৃত্বে কয়েকজন যুবক। এ সময় পারভেজ ও তানভীরের হাত-পায়ের রগও কেটে দেয় সন্ত্রাসীরা। আহতদের মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিকের কর্মী-সমর্থকরা দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের আ.লীগ নেতা হানিফ বাবুলের বাড়িসহ ৪টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। হানিফ বাবুলের পিতা ছালেহ আহম্মদ অভিযোগ করেন, স্থানীয় ৬নং ইউপি সদস্য সারওয়ার মাহমুদ শামীমের নেতৃত্বে সন্ত্রাসীরা তার বাড়িঘরে হামলা চালায় এবং তার মেয়ে বিবি রহিমা ও ফাতেমাকে মারধর করে। তারা তার ঘর থেকে নগদ দেড় লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সারওয়ার মাহমুদ শামীম জানান, জনতার হাত থেকে হানিফের বাড়িঘর রক্ষা করতে তিনি ঘটনাস্থলে পুলিশ নিয়ে যান। এর আগেও কয়েক দফা দু’পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সাবেক চেয়ারম্যান আজিজুল হক জানান, ৩০-৩৫ জন লোক তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক জানান, সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ কর্মী পারভেজ ও ছাত্রলীগ নেতা তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সাবেক চেয়ারম্যান আজিজুল হকের সমর্থক হিসেবে পরিচিত হানিফ বাবুল, সুমন ও মাসুদসহ বেশ কয়েকজন জড়িত বলে তিনি আরো জানিয়েছেন। ঘোপালকে পূর্বের ন্যায় অশান্ত করতে আজিজুল হকের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আহত পারভেজের পিতা আবু তাহের বাদী হয়ে গতকাল সোমবার হানিফ বাবুল তার ভাই ছাত্রলীগ নেতা মাসুদসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাগলনাইয়ায় পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ