Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বর্ণিল বসন্তবরণ উৎসব

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : শুভেচ্ছা, ভালোবাসা, বিদায়-বরণ আর প্রিয়জনের মন রাঙাতে ফুলের চেয়ে উৎকৃষ্ট মাধ্যম আর হতেই পারে না। কুমিল্লায় বিভিন্ন দিবসভিত্তিক অনুষ্ঠানগুলোতে ব্যাপকহারে ফুলে ব্যবহার হয়ে থাকে। বাঙালি সংস্কৃতিতে ঋতু পরিবর্তনের ক্ষেত্রে বসন্তকে ঘিরেই যেন রঙ আর ফুল একাকার হয়ে পড়ে। গতকাল পয়লা ফালগুনের দিনটিতে বসন্তবরণ উৎসবে মেতে ওঠেছিল কুমিল্লার আপামর মানুষ। বিশেষ করে কুমিল্লা জেলার অন্তত দেড়শ’ শিক্ষাপ্রতিষ্ঠানে বসন্তবরণ উৎসবের আয়োজন হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও অভিজাত শ্রেণির ক্লাবগুলো বসন্ত উৎসবে মেতেছিল। ঋতুরাজ বসন্তকে বরণ করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ক্লাব, বিভিন্ন সংগঠন ও ঘরোয়াভাবেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ গৃহিণীরাও প্রায় অর্ধকোটি টাকার ফুল বসন্ত সাজের জন্য ব্যবহার করেছে। মেয়েদের বিভিন্ন রকম ফুলের সাজে প্রতিষ্ঠানগুলোর বসন্তবরণ উৎসব বর্ণিল হয়ে ওঠেছিল।
কুমিল্লা শহর, শহরতলী ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল সোমবার উদযাপন করা হয়েছে বসন্তবরণ উৎসব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বসন্তবরণে ছাত্র-শিক্ষকরা বাসন্তী পাঞ্জাবি পড়ে উৎসবে যোগ দিলেও রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গøাডিওলাস, জিপসিরডস্টিক কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, গ্যালুরিয়াসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে অপরূপ সাজে দেখা গেছে ছাত্রী ও মহিলা শিক্ষকদের। ফুলের সাজের সাথে তাদের কেউ পড়েছিল বাসন্তী রঙের শাড়ি, কেউবা কামিজ-সালোয়ার। কুমিল্লার বেশকজন ফুল দোকানদারের সাথে বিকেলে কথা বলে জানা গেছে, বিভিন্ন রকম ফুলের তৈরি মাথাবন্ধনী ও গয়নাসেটসহ গাঁদা ফুলের লেইসসহ অন্যান্য প্রজাতির ফুল পয়লা ফালগুনকে ঘিরে এবারে দারুণ ব্যবসা করেছেন। নগরীর ফুল বিক্রেতারা জানান, মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা তিন শতাধিক ফুল দোকান রয়েছে। এসব দোকান পয়লা ফালগুনকে কেন্দ্র করে প্রায় ৩০ লাখ টাকার বেশি গাঁদা ফুলই বিক্রি করেছে। আর বাড়তি সাজসজ্জার জন্য বিভিন্ন ফুলের সমাহারে মাথাবন্ধনী বিক্রি হয়েছে প্রায় ২০ লাখ টাকার। সবমিলে পয়লা ফালগুনে কুমিল্লার ফুল বিক্রেতারা ৫০ লক্ষাধিক টাকার ফুল বিক্রি করেছেন। আর এসব ফুলে রাঙিয়ে ওঠেছিল ছিল বসন্তবরণ উৎসব। বিশেষ করে গতকাল কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সব ছাত্রী ও শিক্ষিকারা ফুলের অপরূপ সাজে বরণ করেছিলেন বসন্তকে।
কুমিল্লা মহানগরীতে বর্তমানে ছোট-বড় ফুলের দোকানের সংখ্যা প্রায় একশ’ হবে। আর মফস্বল বলতে ষোল উপজেলায় দুইশ’র বেশি ফুল দোকান রয়েছে। পয়লা ফালগুন ঘিরে ফুটপাতে, বিনোদন কেন্দ্রের সামনে, স্কুল-কলেজের সামনে পসরা সাজিয়ে বসেছে অন্তত ৫০টি ফুল দোকান। নগরীর ফুল দোকানিরা কয়েকদিন আগ থেকেই ঢাকা, যশোর ও ঝিনাইদাহের পাইকারী বাজারে অগ্রীম টাকা পাঠিয়ে ফুলের অর্ডার নিশ্চিত করে বিপুল পরিমাণ ফুল দোকানে তোলেছেন। এসব দোকানিরা জানান, এবছর পয়লা ফালগুনে অতীতের যে কোনো সময়ের তুলনায় কুমিল্লায় রেকর্ড পরিমাণ ফুল বিক্রি হয়েছে। ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে লাখ লাখ টাকার ফুল বিক্রি হবে বলে দোকানিরা আশা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ