Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেএমসির বার্ষিক ক্রীড়া সমাপ্ত

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ডেমরাস্থ করিম জুট মিলস মাঠে শেষ হলো চারদিনব্যপী বিজেএমসি-র ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকা, চট্রগ্রাম ও খুলনা- এই ৩ অঞ্চলের প্রায় ২২৬ জন ক্রীড়াবিদ মোট ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা অঞ্চল প্রথম স্থান অধিকার করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। প্রধান পৃষ্ঠপোষক বিজেএমসির চেয়ারম্যান ড. মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সাংসদ আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি। পরে করিম জুট মিলের ৩ নং ইউনিটের ২৪টি র‌্যাপিয়ার লুম উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম এমপি। অনুষ্ঠানে আরা উপস্থিত ছিলেন বিজেএমসির পরিচালক মন্ডলী, সচিব, প্রকল্পপ্রধানগণ, বিভিন্ন ইভেন্টের টিম ম্যানেজার, প্রশিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্ষিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ