Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৪:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা শেষে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এর ব্যানারে
আলোচনা সভা ও র‍্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন সুরুজ, সহ-সভাপতি ও উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল আলী ফকির, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারী আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তুষার। এছাড়াও উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠাতা বার্ষিকী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ