বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চর এলাকায় একটি মাদ্রাসা মাঠে শুক্রবার রাতে গোপন বৈঠক চলাকালে গানপাউডার ও ককটেলসহ ৪ জামায়াত ও শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- শিবির কমী উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে তোসলিম উদ্দিন (৩৫), একই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে গোলাম মোস্তফা (২৫) এবং জামায়াতের কর্মী উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগনাথপুর গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে খলিলুর রহমান (৬৫) ও একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫)। শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই গৌতম চন্দ্র মালী, এসআই কামরুজ্জামানের নেতৃত্ব একদল পুলিশ দুর্লভপুর ইউনিয়নের চর নামোজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসা মাঠে জামায়াতÑশিবিরের গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে এক কেজি গানপাউডার, পাঁচটি ককটেল এবং দশটি বাইসাইকেলসহ ৪ জন জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়্।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।