Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ পৌরসভায় ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ৪:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় ১ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ বাজার সিএন্ডবি রোড হতে কাড়িপট্টি কচিকাঁচা বিদ্যানিকেতন পর্যন্ত ডাব্লিউ বিএম রাস্তা আরসিসি করণ কাজ ও কাড়িপট্টি হতে গোয়ালপাড়ার সাবেক চেয়ারম্যান গাজী খানের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সদস্য সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে পৌর মার্কেট সংলগ্ন ক্লাব মার্কেট প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র কারিবুল হক রাজিনের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, প্যানেল মেয়র আবদুস সালাম, কাউন্সিলর খাইরুল আলম জেমসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পৌর এলাকার মর্দানা হাই স্কুল থেকে আলী হায়াদারের বাড়ি পর্যন্ত পাঁকা রাস্তা ও জালমাছমারী প্রাথমিক বিদ্যালয় থেকে মংলুর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ