বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে তুচ্ছ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- উপজেলার বিনোদপুর কবিরাজটোলার মৃত এজাবুল হক গেদুর ছেলে আনিসুর রহমান (৬২), ছেলে সুমন আলী (২৫) ও ইতি খাতুন (১৮)। এ নিয়ে শনিবার দুপুরে আনিসুর রহমান বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে জানাগেছে- গত বুধবার বিকেলে নিজ বসত বাড়ির পাশে এজমালী ভোগ দখলীয় জমিতে ছাগলে আম ফল খাওয়ায় মানা নিষেধ করার ঘটনার জেরে পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র-শস্ত্র আনিসুরের ওপর হামলা করে। এতে আনিসুরের ডান হাতের তর্জনী আঙ্গুলের ওপর ভাগে কোপে গুরুত্বর রক্তাক্ত জখম হন। পরে বাবাকে উদ্ধারের জন্য আসলে ছেলে সুমন আলী ও ইতি খাতুনকে এলোপাথাড়ীভাবে মারপিট করে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আনিসুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অপরদিকে ছেলে-মেয়েকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।