Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ২:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে বিনোদপুর কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে নবীন বরণ, বিদায় ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অধ্যক্ষ মুহা. সেফাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ