বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের খড়কপুর-কয়লাদিয়াড় রাস্তার পাশে অবশেষে যানবাহন চলাচলের জন্য ডাইভারসান রোড নির্মাণ করা হয়েছে। এরআগে ওই রাস্তাটি উপর পুরাতন একটি কালভাট ভেঙে ফেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই খবর বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি পড়ে। কিন্তু কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের সাথে ডাইভারসান রোড নির্মাণের কোন বরাদ্দ না থাকায় ঠিকাদার ডাইভারসান রোড নির্মাণে অপরাগতা প্রকাশ করেন। কিন্তু স্থানীয় ইটভাটা মালিকেরা চলাচলের স্বার্থে নিজ উদ্যোগে ডাইভারসান রোড তৈরির জন্য ইটের ভাংড়ি ফেলে সড়ক নির্মাণ করে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিকাদারের শ্রমিকেরা ডাইভারসান রোড নির্মাণে মাটি ও ভরাট দিয়েছেন। বর্তমানে কালভার্ট নির্মাণ কাজে ও ডাইভারসান রোডটি দিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে সার্বক্ষণিক তদারকি করছেন স্থানীয় প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় প্রকল্প বাস্তবায়ন দপ্তর জানায়, কালভাট ভেঙে ফেলার পর ডাইভারসান রোড নির্মাণ না করায় কিছুটা সাময়িক অসুবিধা হলেও বর্তমানে ডাইভারসান রোড নির্মাণর করা হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ২৫ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে খড়কপুর-কয়লা দিয়াড় রাস্তার স্টার ব্রীকসের কাছে একটি ব্রীজ নির্মাণ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।