বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরণখোলা উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় বহুল আলোচিত কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা শান্তার অপহরণের ঘটনার মুল আসামি সবুর আকনকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শরণখোলা থানা পুলিশ গ্রেফতার করেছে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মো. আ. জলিল রাত ৯টায় মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশের একটি টিম অভিযান চালায় উপজেলার সদরের পিংকি হোটেলে। এসময় চাঞ্চল্যকর শান্তা অপহরণ মামলার ১নং আসামি সবুর আকনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, শান্তা অপহরণ মামলায় সবুর সম্প্রতি হাই কোর্ট থেকে জামিন নিলেও তার বিরুদ্ধে আরো মামলা থাকায় সবুর আকনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন দুলু গাজীর মেয়ে শান্তাকে বন্দুকের নলের মুখে অপহরণ করে সবুর ও তার ছেলে এবং সজিব আকনসহ অন্যান্যরা। এ ঘটনায় তোলপাড় হয় এলাকায়। ঘটনার ২দিনের মধ্যে পুলিশ শান্তাকে ঢাকা থেকে উদ্ধার করতে পারলেও সবুর ও তার অন্যান্যরা পলাতক থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।