Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশিষ্ট সাহিত্যিক আবু শাহরিয়ারের ৮৩তম জন্মবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক আবু শাহরিয়ারের আজ ৮৩তম জন্মবার্ষিকী। ১৯৩৪ সালের এই দিনে তিনি ঢাকার আরমানিটোলায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ৫ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব পরিদপ্তরের উপপরিচালক পদ থেকে ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। নিভৃতচারী এ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়রের অন্যতম রচনা ‘হ্যামলেট’ অনুবাদ করে ১৯৭৯ সালে বাংলা একাডেমী পুরস্কার পান। বিভিন্ন সময়ে তৎকালীন পত্র-পত্রিকায় তাঁর কিছু অনবদ্য লেখা প্রকাশিত হয়েছিল। আবু শাহরিয়ারের প্রকাশিত গ্রন্থগুলো হল: উপন্যাস- ‘অণে¦ষা’ (১৯৬০), ছোটগল্প সঙ্কলন- ‘স্বপ্নলোক’ (১৯৮৮), ‘এই সময়’ (২০০০), জীবনী- ‘হুমায়ুন কাদির’ (১৯৯৪), অনুবাদ- ‘হ্যামলেট’ (১৯৭৪), ‘অ্যান্টনি ও ক্লিওপেট্রা’ (১৯৭৮), ‘উইলিয়াম শেক্সপীয়রের দুটি নাটক’ (১। মাচ অ্যাডু এবাউট নাথিং ২। এজ ইউ লাইক ইট) (২০১২), সম্পাদনা- ‘হুমায়ুন কাদির রচনাবলী প্রথম খন্ড’ (২০০৫), আত্মজীবনী- ‘খন্ডিত মানুষ’ (২০০৮), ‘বালুকাবেলায়’ (২০০৯), শিশুতোষ গল্পগ্রন্থ- ‘মহারানি রিংকিমণি’ (২০১২)। তিনি সাহিত্যিক হুমায়ুন কাদিরের নামে ট্রাস্টিবোর্ড গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে তাঁর পরিবারের সদস্যবৃন্দ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশিষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ