Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬০ বিশিষ্ট ব্যক্তিকে সার্চ কমিটির আমন্ত্রণ

কাল থেকে বৈঠক

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নাম চ‚ড়ান্ত করতে সমাজের ৬০ বিশিষ্ট ব্যক্তির সাথে বৈঠকে বসবে সার্চ কমিটি। সাংবাদিক ব্যবসায়ী ও আইনজীবীসহ বিভিন্ন পেশার মোট ৬০ জনকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তিন গ্রপে ভাগ করে তাদের সাথে বৈঠক হবে। আগামীকাল শনিবার এবং পরদিন রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, বৈঠকের আমন্ত্রণপত্র এরই মধ্যে বিশিষ্ট নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, অধ্যাপক মুনতাসির মামুন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ও ক্যাবের সভাপতি গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আইনজীবী ফিদা এম কামাল, আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, এম আব্দুল আজিজ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু।

উল্লেখ্য, বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করে ১০ জনের নাম চ‚ড়ান্ত করে সার্চ কমিটি প্রেসিডেন্টের কাছে পাঠাবে। এরপর প্রেসিডেন্ট আইন অনুযায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সিইসি ও অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।

 

 



 

Show all comments
  • বুলবুল আহমেদ ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫০ এএম says : 0
    নতুন প্রধান নির্বাচন কমিশনারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে
    Total Reply(0) Reply
  • Abdul Kuddus ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৫ এএম says : 0
    আমাকে ডাকা হলে ভালো হত।
    Total Reply(0) Reply
  • M.A. Aziz ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৫ এএম says : 0
    হিরো আলমকে ডাকা হবে তো?
    Total Reply(0) Reply
  • Ahmad Nomani ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৫ এএম says : 0
    দেখানোর জন্য শুধুই আলোচনা নয়, আরো অনেক কিছু করে দেখাবে, কিন্তু সর্বশেষ হুদা মার্কা কমিশন উপহার দিয়ে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশিষ্ট ব্যক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ