বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন পাটোয়ারী চিরনিদ্রায় শায়িত হলেন। গতকাল শনিবার দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে দুপুর ২টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করে। জানাযা শেষে ফরিদপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সমাজসেবী আবুল হোসেন পাটোয়ারী। জানাযা নামাজে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর জেলা প্রশাসক ডঃ মোঃ আবু নঈম আব্দুছ ছবুর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক, যুগ্ম-আহবায়ক আলহাজ লুৎফর রহমান মিন্টু, দিনাজপুর চেম্বার অব কর্মাসের সভাপতি রেজা হূমায়ূন ফারুক শামীম চৌধুরী, চাউল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হুসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ শহিদুল্লাহ, সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আকরাম আলী, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান উর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ মোঃ শাহ আলম, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল, শহর যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক হাজী পলাশ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, ইসলামসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। জানাযা পড়ান সুইহারী খানকার বর্তমান হাফেজ হযরত মাওলানা সর্দার ওমর ফারুক। জানাযার পূর্বে মরহুমের বড় পুত্র ওহিদুর রহমান পাটোয়ারী ও সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং মিজানুর রহমান পাটোয়ারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আনুমানিক ৪.৫০ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেন সমাজসেবী আলহাজ আবুল হোসেন পাটোয়ারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।