বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে দিবালোকে এক দিনমজুরের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় একটি বসতঘর ভাঙচুর, লুটপাট করে গাছ কেটে ও একটি খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা । এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় ছাগলনাইয়ার ঢাকা-চট্টগ্রাম পুরনো মহাসড়কের শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের আবুল কাসেমের পুত্র দিনমজুর আলাউদ্দিন (৫০) জয়পুর মৌজার ১৪৫৬ দাগের ১নং খাস খতিয়ানের ৪০ শতং জায়গা সরকার থেকে বন্দোবস্তি নেয়। ওই জায়গার পাশে ৯৯৪ ও ২৭৪৩ দাগে আরো ১৬ শতক জায়গা সরকারের কাছে বন্দোবস্তি নেয়ার জন্য আবেদন করে। গত ২০০২ সালের ৩০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন এসে তাকে জায়গার দখল বুঝিয়ে দেয়। আলাউদ্দিন অভিযোগ করে সাংবাদিকদের জানান, তার ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখল করাতে ছয়ঘরিয়া গ্রামের মোঃ সোহরাব হোসেন ভূঞা ঘটনার দিন সন্ধ্যায় ৫টি সিএনজিযোগে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে এলোপাতাড়ি হামলা চালিয়ে একটি বসতঘর ভাঙচুর, লুটপাট, ও অর্ধশতাধিক গাছ কেটে এবং একটি খড়ের গাঁদা আগুন দিয়ে জালিয়ে দেয় । এ ব্যাপারে তিনি ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।