নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চাইলে লা লিগায় আলাভেজের বিপক্ষে আগামীকালের ম্যাচটাকে কোপা দেলরের ফাইনালের পূর্বপ্রস্তুতি হিসাবে নিতে পারে বার্সেলোনা। আগামী ২৭ মার্চের মহারণে যে লুইস এনরিকের দলের প্রতিপক্ষ এই আলাভেজই। ঘরের মাঠে পরশু সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আলাভেজ। ক্লাবটির ৯৬ বছরের ইতিহাসে যা প্রথম।
সেই আলাভেজ, যাদের বিপক্ষে লিগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হেরিছিল বার্সা! শুধু বার্সা নয়, ভিয়ারিয়ালের মত দলও লিগে গত নভেম্বরে একই অভিজ্ঞতার শিকার হয়। সেই আলাভেজ, যারা ৪২ বছর পর ১৯৯৮/৯৯ মৌসুমে লা লিগায় ফিরে পরের বার দুই লেগেই বার্সাকে হারের তিক্ত স্বাদ উপহার দিয়েছিল। সেই ৬ পয়েন্টেই সেবার শিরোপা বঞ্চিত হয়েছিল বার্সেলোনা। এবার টানা তৃতীয় কাপ শিরোপা জিততে হলে তাই একটু ভাবতেই হচ্ছে এনরিকেকে।
আলাভেজের অবশ্য এতকিছু না ভাবলেও চলবে। ফাইনালে উঠেই তারা ইতিহাস রচনা করেছে। এর আগে দলটির সেরা সাফল্য বলতে ছিল ২০০১ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল। নাটকীয় সেই ম্যাচে লিভারপুলের কাছে তারা হেরেছিল ৪-৫ গোলে। আলাভেজ অধিনায়ক মানু গার্সিয়াও উচ্ছ¡াসিত ফাইনালে উঠতে পেরে, ‘আমরা রাতটাকে উদযাপন করতে চাই এবং আগামী মে’ মাসে আমরা (ফাইনাল) গৌরব অর্জনের জন্য লড়ব। যদিও ইতোমধ্যেই আমরা ইতিহাস রচনা করে ফেলেছি।’
সেল্টার মাঠে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এডগার মেন্ডেজের ৮২ মিনিটের গোলটিই ফাইনালে পৌঁছে দেয় আলাভেজকে। আগের দিন থেকে ফাইনালে তাদের অপেক্ষায় ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করা (দুই লেগ মিলে ৩-২ ব্যবধানের জয়) আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।
গত মৌসুমেও দ্বিতীয় সারির দল ছিল আলাভেজ। ভালো খেলেই আবার জায়গা করে নিয়েছে স্পেনের শীর্ষ লিগে। এখন পর্যন্ত অবনমন অঞ্চল থেকে নিরাপদ দূরত্বেই আছে তারা। ভালো খেলেই কাপে প্রথমবারের মত ফাইনালে পা রেখেছে। পক্ষান্তরে নিজেদের ইতিহাসে ৪০তম ফাইনাল খেলবে বার্সা! শুধু ইতিহাস আর ঐতিহ্য নয়, অর্থনৈতিক বিবেচনায়ও বার্সার ধারেকাছেও নেই আলাভেজ। চলতি মৌসুমে যেখাতে তাদের বাজেট ৪৯.৩ মিলিয়ন ইউরো সেখানে বার্সার ৬৯৫ মিলিয়ন (!), গত মৌসুমের চেয়ে যা দুই শতাংশ বেশি। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটও। দু’দলের বাৎসরিক বাজেটের পার্থক্য প্রায় ৬৪৬ মিলিয়ন ইউরো! গেল মৌসুমে আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসেরকে কিনতেই স্প্যানিশ জায়ান্টরা খরচ করে ৬৫ মিলিয়ন ইউরোরও বেশি।
অখ্যাত একটা দলের বিপক্ষে কোনো বেগ পাওয়ার কথা নয় বিশ্বের অন্যতম সেরা দল বার্সার। তারই একটা মহড়া হয়ে যাবে কাল আলাভেজের মাঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।