Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্ন আসর ভিন্ন লেস্টার!

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে নতুন বছরে এখনো জয় তো দূরে থাক প্রতিপক্ষের জালে একটা গোলও করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি! অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট দূরে তাদের বর্তমান অবস্থান! অথচ যোগ্যতার প্রমাণ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম আসরে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। একই ধারাবাহিকতা বজায় রেখে এফএ কাপেও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ফক্সরা।
ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে জয়ের জন্য অবশ্য ঘাম ঝরাতে হয়েছে ক্লাদিও রেনিয়েরির শিষ্যদের। ডার্বি কাউন্টির বিপক্ষে ৩-১ গোলের জয়ে নির্ধারিত সময়ে ম্যাচ ড্র ছিল ১-১ গোলে। নির্ধারিত সময়ে স্বাগতিকদের হয়ে ১০ বারের প্রচেষ্টা শেষে গোল করেন এন্ডি কিং ও সফরকারীদের হয়ে আব্দুল ক্যামারা। অতিরিক্ত সময়ে এনদিদি ও গ্রের গোলে জয় নিশ্চিত করে ফক্সরা। জয়ের নায়ক কিং এই ফর্মটাই লিগে নিয়ে যেতে চান, ‘জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ফর্মটা আমারা লিগে নিয়ে যেতে চেষ্টা করব।’ ১৮ ফেব্রæয়ারি শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ওয়ান মিনওয়াল।
ওদিকে ইতালিয়ান সেরি আর টানা ষষ্ঠ শিরোপার পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে জুভেন্টাস। পরশু ক্রোতোনের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে তারা। ২৩ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা রোমার (৫০) চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে প্রথমে দলকে এগিয়ে নেন মানজুকিচ। পরে ব্যবধান বাড়িয়ে ২-০ গোলের জয় নিশ্চিত করেন গঞ্জালো হিগুয়েইন। আসরে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটি ১৬তম গোল। দিনের আরেক ম্যাচে বোলোনিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে এসি মিলান। ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এক সময়ের ইউরোপিয়ান জায়ান্টদের অবস্থান তালিকার সাত নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিন্ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ