Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : সাংবাদিকদের নিয়ে কটূক্তি, আপত্তিকর মন্তব্য এবং বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফ রেহমানের সঙ্গে ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিকের অসদাচরণের প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্যকারী ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবিতে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দেড় ঘণ্টাব্যাপী শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া প্রেসকøাব সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, দৈনিক প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম বগরা, বিএফইজের যুগ্ম মহাসচিব জিএম সজল, প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি জিয়া শাহীন, আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সমকাল ব্যুরো প্রধান মোহন আখন্দ, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাসিম, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, নবনির্বাচিত সদস্য মহসিন আলী রাজু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এএইচএম আখতারুজ্জামান, মুক্তবার্তার সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, দ্য ডে স্টার প্রতিনিধি মামুনুর রশিদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ