Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে মধু মেলা

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : রাজধানীতে চলছে মধু মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘মধুমেলা’র আয়োজন করে। রাজধানীর সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এটি চলছে। মেলায় সারা দেশে থেকে ২৫ জন মৌচাষি অংশগ্রহণ করেছে। মধু বিক্রেতারা প্রত্যেকেই বিসিকের নিবন্ধিত মৌচাষি। এদের মধ্যে বিদেশে মধু রপ্তানিকারী চাষিও রয়েছেন। মেলা শুরু হয় ৫ ফেব্রুয়ারি চলবে ৯ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া ও বিশেষ অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, মৌচাষি কল্যাণ সমিতির সভাপতি এ এফ এন ফখরুল ইসলাম মুন্সী। মধু চাষিরা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কর্তৃপক্ষকে লক্ষ্য রাখার আহŸান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি মধু চাষিদের অর্থনৈতিক সহায়তায় ঋণদানেরও সুপারিশ করেন। শিল্প সচিব বলেন, ‘আমাদের দেশের কৃষকদের কাছ থেকে পার্শ্ববর্তী দেশ অনেক কম দাম দিয়ে মধু ক্রয় করে নিয়ে যায়, তাই তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ