প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন সঙ্গীতশিল্পী আসিফ ও ফাহমিদা নবী। ভালবাসা দিবস উপলক্ষে তারা একটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। ‘অমন করে তাকিওনা ভালোবাসা হয়ে যাবে; শিরোনামের গানটির রেকর্ডিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ফাহমিদা নবী বলেন, গানটির কথা ও সুরের মধ্যে চমক আছে। অনেক ভালো লেগেছে গানটি। আসিফের সঙ্গেও প্রথমবারের মতো গাওয়া হলো। গানটি সবার ভালো লাগবে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তরুণ। আসিফ বলেন, আমার প্রিয় গানের তালিকায় ফাহমিদা নবী আপার বেশ কিছু গান আছে। তার সঙ্গে গাইতে পেরে ভালো লাগছে। এদিকে অডিও ও চলচ্চিত্র দুই মাধ্যমেই সমান তালে গেয়ে যাচ্ছেন আসিফ। বেশকিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে প্রায় এক যুগ ধরে কারিগরি নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গান শেখানোর কাজ করছেন ফাহমিদা নবী। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কারিগরি-দ্য ভলিউম ওয়ান শীর্ষক একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে এটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।