Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার খল ভুমিকায় আদা খান

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হিট সিরিয়াল ‘নাগিন’এ খল সর্পনারীর ভূমিকায় অভিনয়ের পর আদা খান আরেকটি সিরিয়ালে খল ভূমিকায় আবির্ভূত হতে যাচ্ছেন।
এবার তাকে স্টার প্লাসের ‘পরদেশ মেঁ হ্যায় মেরা দিল’ সিরিয়ালের কেন্দ্রীয় দম্পতি জুটির জীবনে জটিলতা যোগ করতে দেখা যাবে। বলার অপেক্ষা রাখে না কালার্স টিভির ‘নাগিন’ সিরিয়ালটি থেকে এই সিরিয়ালে তার সাজ হবে একেবারে আলাদা। এখানে তাকে পাশ্চাত্যের পোশাকে এক ব্যবসায়ী নারীর ভূমিকায় দেখা যাবে। তবে উদ্দেশ্য একই তাকে এই শোতে আনা হয়েছে টিআরপি বাড়াবার জন্য।
‘নাগিন’ সিরিয়ালের প্রথম মৌসুমের নায়ক অর্জুন বিজলানীর সঙ্গে তাকে আবার একই পর্দায় দেখা যাবে। অর্জুন এই সিরিয়ালে রাঘবের ভ‚মিকায় অভিনয় করছেন তার বিপরীতে আছেন দ্রাশটি ধামি, তার চরিত্রের নাম নয়না।
শুধু খল ভূমিকায় নির্বাচিত হচ্ছেন বলে তিনি উদ্বিগ্ন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি খল আর পজিটিভ ভূমিকায় একই সঙ্গে অভিনয় করি বলে আমার কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি ‘বেহনেঁ’ এবং ‘পিয়া বাসন্তী রে’ সিরিয়াল দুটিতে পজিটিভ ভূমিকা করেছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুমিকা

৮ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ