প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর রাজনৈতিক অস্থিরতা, বিচ্ছিন্নতাবাদ এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর বাড়াবাড়ির কারণে সেখানকার এক নারী দীর্ঘ ১৬ বছর ভোজন থেকে বিরত থাকেন। নিজের জন্মস্থান মণিপুরের মঙ্গলার্থে ২০০০ সাল থেকে অনশন ধর্মঘট শুরু করেন। এখন তার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সব ঠিকমত এগোলে বলিউডে অভিনেত্রী তাপসী পান্নু তা ভ‚মিকায় অভিনয় করবেন।
প্রতিবেদন থেকে জানা গেছে মণিপুরের সমাজকর্মী ইরম শর্মিলার ভ‚মিকায় অভিনয়ের জন্য তাপসী পান্নুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলচ্চিত্রটির প্রস্তাবিত সাময়িক নাম ‘ইমফল’। নবাগত কোনো পরিচালক ফিল্মটি পরিচালনা করবেন। হানসাল মেহতা এর উদ্যোক্তা। মেহতা বর্তমানে কঙ্গনা রানৌতকে নিয়ে ‘সিমরান’ ফিল্মের কাজ করছেন। পরিচালক-প্রযোজকটি জানিয়েছেন চিত্রনাট্যের খসড়া তৈরি হয়েছে এবং তিনি এখন শর্মিলার জীবন নিয়ে বাড়তি কিছু গবেষণা করছেন।
হানসাল এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে ভারতের ‘আয়রন লেডি’ বলে পরিচিত ইরমের জীবনী নিয়ে চলচ্চিত্রটি সম্পর্কে আর কোনো তথ্য দেননি।
এর আগে হানসালি একাধিক দুঃসাহসী জীবনীচিত্র পরিচালনা করেছেন। এর মধ্যে মানবাধিকার আইনজীবী শহিদ আজমিকে নিয়ে ‘শহিদ’ এবং এক সমকামী অধ্যাপকের বিতর্কিত জীবনকাহিনী নিয়ে ‘আলীগড়’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।