বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাদিক মামুন, কুমিল্লা থেকে : ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মেধাকে শাণিত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে মাদরাসা শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহŸান জানিয়েছেন শিক্ষা ও আইসিটি বিভাগে নিয়োজিত কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। গতকাল সোমবার সকালে কুমিল্লা নগরীর চকবাজারে ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত ফাযিল-অনার্স কোর্সে নতুন বিষয় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজের ছবক (পাঠদান) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহŸান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আরো বলেন, আজকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, পবিত্র কুরআনের বাণীকে ভিন্নভাবে উপস্থাপন করে তরুণ, যুবকদের বিভ্রান্ত করে সন্ত্রাস, জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের মধ্য দিয়ে এই প্রথম ২০১৭ শিক্ষাবর্ষে নির্ধারিত আসনের শিক্ষার্থী নিয়ে কুমিল্লা আলিয়া মাদরাসায় ফাযিল-অনার্স কোর্সের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় আজকে ফাযিল অনার্স কোর্সে নতুন এ বিষয়টি পড়ার সুযোগ পেল শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর শাহারাস্তির রাজাপুরা দরবার শরীফের পীর আলহাজ শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আলকাদেরী মাদরাসা শিক্ষার্থীদের এলমে দ্বীন শিক্ষার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে নিজেদের গড়ে তোলার আহŸান জানান।
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের বিভাগীয় প্রধান মাওলানা মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার হেড মুহাদ্দিস শাইখুল হাদিস মাওলানা কাজী মো: আবদুর রাজ্জাক নতুন বিষয়ের শিক্ষার্থীদের ছবক (পাঠদান) প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা গোলাম মোস্তফা শাহ, মুহাদ্দিস মাওলানা মো: ইমাম উদ্দিন, অভিভাবক সদস্য সাবেক কমিশনার আবুল কাশেম ও হোসেন মো: বাবর। পরে হাফেজ মাওলানা ক্বারী মো: ইব্রাহিম আলকাদেরীর পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.)-এর ১১তম ইন্তেকাল বার্ষিকী স¥রণে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।