পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
‘নববিশ্ব নবগান গাইবে আবার সাম্য, অসম্প্রদায়িকতার গান’ এই ¯েøাগাণকে নিয়ে গত ২ ফেব্রæয়ারি শুরু হল স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এসএসজি নবম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগতিার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। তিনি বলেন, ‘স্টামফোর্ড ডিবেট ফোরাম আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব। এবারের আয়োজনে দেশের সকল বিতার্কিকদের জানাচ্ছি অভিননন্দন।’
অনুষ্ঠানের অতিথি নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, ‘আমাদের সময়ে বিতর্ক করতে গিয়ে জেতার বিষয়টি মুখ্য হয়ে ওঠে। বিতর্কের মূল কথা জেতা নয়, একটি মানসম্পন্ন তথ্যভিত্তিক বিতর্ক করা। বিতর্ক করার সঙ্গে গবেষণার সম্পর্ক রয়েছে। বিতর্ক প্রতিযোগিতা আমাকে শক্তি দিয়েছিল, আবার বলি জিতবার জন্য বিতর্ক নয়। বিতর্ক হবে জেতাবার জন্য।’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুপারস্টার গ্রæপের হেড অব এইচ আর খোন্দকার গোলাম আজম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরিফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসডিএফ-এর চিফ কো-অর্ডিনেটর মো. আল মামুন এবং ক্লাবের প্রেসিডেন্ট ও টুর্নামেন্ট ডিরেক্টর মিরাজুল ইসলাম। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।