প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাঁকজমকপূর্ণ আয়োজন আর দেশসেরা তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র ২০ বছর পূর্তি উৎসব। সম্প্রতি হোটেল দ্যা ওয়েস্টিন গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় ‘ভাসাভী প্রেজেন্ট টুয়েন্টি ইয়ার’স সেলিব্রেসন অব সিজেএফবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিজিএমই’এ সভাপতি ফারুক হাসান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ভাসাবী ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা ও গীতিকবি আসিফ ইকবাল, অন্তর শোবিজ’র চেয়ারম্যান স্বপন চৌধুরী, ধ্রুব মিউজিক স্টেশনের সিইও ধ্রুব গুহ। অনুষ্ঠানে সিজেএফবি’র প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হ্সাান, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সংগঠনের বিগত দুই দশকের কার্যক্রম তুলে ধরেন। পিয়া জান্নাতুলের উপস্থাপনায় ভাসাভী আয়োজিত ফ্যাশন শো’এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। এতে শো স্টপার ছিলেন নায়িকা অপু বিশ^াস এবং নীরব। পরে একে একে পারফর্ম করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নায়িকা দীঘি, প্রিয়মণি, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, রকস্টার মিলা, বালাম, তানজিব সারোয়ার, কুসুম সিকদার এবং সামন্তী সৌমি। জাদু প্রদর্শন করেন ম্যাজিসিয়ান আলীরাজ। সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের জনপ্রিয় তারকাদের প্রাণবন্ত উপস্থিতিতে সিজেএফবির’ দুই দশককে আলোকিত করে তুলে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ম. হামিদ, এস এটিভি’র হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সিনিয়র সাংবাদিক কায়কোবাদ মিলন, সংবাদ পাঠিকা ফারহানা নিশো, অভিনেত্রী অঞ্জনা, স্পর্শিয়া, তমা মির্জা, কেয়া, সঙ্গীত শিল্পী শাহনাজ বেলী, শহিদ এবং আরো অনেকেই। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গণে বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রম করে আসছে সিজেএফবি। ঐতিহ্যবাহী এই সংগঠনটির প্রতি শিল্পী-কলাকুশলীদের রয়েছে দৃঢ় আস্থা। সিজেএফবি প্রবর্তিত ‘ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ বাংলাদেশের মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয়। ২০ বছর পূর্তি উৎসবের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক এবং বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।