Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই’র আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

১৯ জুলাই কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে তার নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ৩টি সিনেমা। আজ প্রচার হবে ‘শ্রাবণ মেঘের দিন’ এবং ১৯ জুলাই প্রচার হবে ‘ঘেটুপুত্র কমলা’। ইমপ্রেস টেলিফিল্মের-এর সিনেমাগুলো দেখানো হবে প্রতিদিন বিকেল ৩.০৫ মিনিটে। ১৯ জুলাই সকাল ৭:৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তী, রানা এবং তৃষা। দুপুর ১২:৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব। এছাড়া অন্যান্য আরও বিশেষ আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে ৩টি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। এগুলো হচ্ছে, শহিদুল আলম সাচ্চু-এর প্রযোজনায় হুমায়ূননামা, আকা রেজা গালিব-এর প্রযোজনায় ও কারিগর এবং রবিন খান-এর প্রযোজনায় সিনেমার হুমায়ূন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই’র আয়োজন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ