প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তানজিনা তিশা। একটি বহুজাতিক কোম্পানির পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে তাকে দেখা যাবে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনকমিত্র। বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে কলকাতায়। তিশা জানান, কলকাতায় ইনডোরে এবং আউটডোরে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা সিয়াম আহমেদ। তানজিন তিশা বলেন, ‘এর আগেও আমি সনক মিত্রর নির্দেশনায় কাজ করেছি। তারসঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই অনেক ভালো। তার পুরো ইউনিটটিই মনে হয় একটি পরিবারের মতো। তাই বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করা যায়। নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনা অনেক চমৎকার। কাজটি করেও বেশ ভালো লেগেছে। আশা করি, প্রচারে এলে বিজ্ঞাপনটি ভালো লাগবে সবার।’ এদিকে তানজিন তিশা ‘নাম জানা পথ’ নামের একটি খন্ড নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া শিগগিরই তিনি খালিদ হোসেন সম্রাটের নির্দেশনায় নতুন একটি নাটকের কাজ শুরু করবেন। এদিকে গত বছর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও চলতি বছরে কোনো ধারাবাহিকে অভিনয় করবেন না বলে জানান তিনি। চলতি বছরে খন্ড নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে কাজ করবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।