Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার শিক্ষাদূত মমতাজ

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ এবার শিক্ষাদূত হয়েছেন। গত রোববার ‘অ্যাম্বাসেডর ফর এডুকেশন’ শীর্ষক অস্ট্রেলিয়ান একটি শিক্ষাবিষয়ক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মাধ্যমে তিনি বাংলাদেশে শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করবেন। এছাড়া শিক্ষাব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের ভ‚মিকা ও নানা পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের অবগত করবেন। মমতাজ বলেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে গানের পাশাপাশি সামাজিক কর্মকান্ড নিয়েই ব্যস্ত আছি। আর শিক্ষাদূত হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। তাই আন্তরিকতার সঙ্গে এই দায়িত্বটা পালন করতে চাই। কারণ আমাদের দেশে এখনো শিক্ষাব্যবস্থা আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারেনি। এজন্য শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমি প্রয়াস চালিয়ে যাব। এদিকে ২১ ফেব্রæয়ারি লন্ডনে একটি স্টেজ শো করবেন মমতাজ। সম্প্রতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে লন্ডনে একটি শহীদ মিনার স্থাপনের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আবেদন করেছেন। এ উদ্দেশ্যে ২২ ফেব্রæয়ারি প্রবাসী বাঙালিদের অনুরোধে আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টে গাইবেন মমতাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ