Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপশক্তি প্রতিরোধে ওলামা মাশায়েখদের ঐক্যের বিকল্প নেই গোলাম মাওলা নক্সবন্দী

লালদীঘি ময়দানে ইসলামিক ফ্রন্টের জনসভা

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শাইখ খোন্দকার গোলাম মাওলা নক্সবন্দী বলেছেন, দেশে অপশক্তির দৌরাত্ম্য প্রতিরোধে আলেম-ওলামা, হক্কানী-রব্বানী পীর-মাশায়েখ, সুশীল সমাজ, পেশাজীবীদের সম্মিলিত ঐক্যের বিকল্প নেই। গতকাল (শনিবার) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে লালদীঘি ময়দানে দেশব্যাপী অভিশপ্ত জঙ্গিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠন, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জুবাইরের গাড়ি বহরে দুর্বৃত্ত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং কোরআন সুন্নাহভিত্তিক সুস্থ সমাজ বিনির্মাণের দৃঢ় অঙ্গীকারে অনুষ্ঠিত জনসভায় তিনি একথা বলেন।
আল্লামা নক্সবন্দী বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। কোন প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাÐের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই। ইসলামের নামে যেসব বিপথগামী যুবক জঙ্গিবাদী সন্ত্রাসে লিপ্ত হয়েছে, এরা কখনও মুসলমান হতে পারে না। এরা দেশদ্রোহী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে অন্ধকার জগতের পথযাত্রী। এদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই এদের সুদূরপ্রসারী মিশন।
ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার বলেন, গত ২১ জানুয়ারি হাটহাজারীতে দেশের বরেণ্য আলেমেদ্বীন আল্লামা জুবাইরের গাড়ি বহরে হামলার সাথে জঙ্গিবাদী অপশক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শীর্ষ আলেম অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন ইসলামী তাহজিব-তামুদ্দুন পরিপন্থী। ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত এদেশে মূর্তি স্থাপনের মত গর্হিত কর্মকাÐ কোনভাবেই প্রত্যাশিত হতে পারে না। ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ বলেন, শিক্ষানীতি ও শিক্ষা আইন ২০১৬ এর অধীনস্থ সিলেবাসে আংশিক সংশোধন সরকারের সদিচ্ছার প্রতিফলন। এজন্য নাস্তিক্যবাদী চক্রের অবাঞ্চিত আস্ফালন সত্যিই দুঃখজনক।
চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, আল্লামা জুবাইরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় উদ্বিগ্ন সুন্নী কমিউনিটি। কেননা এর আগেও দেশের শীর্ষ ১০জন আলেমদের বিরুদ্ধে জঙ্গী হুমকির মধ্যেও তিনি ছিলেন অন্যতম একজন। এ জঘন্য হামলা আলেম সমাজের জন্য অশনি সংকেত। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন পীরে তরিকত আল্লামা শাহসূফী ছৈয়দ নাছেরুল হক চিশতী, আল্লামা কাজী জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, আল্লামা হাফেজ আমিন, অধ্যাপক আ মা ম মুবিন, এস এম সিরাজ উদ্দিন তৈয়বী, দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন, মাওলানা সালেহ আহমদ আনসারী, এরশাদুল্লাহ রজায়ী, শামসুদ্দিন জামাল উল্লাহ হাবিবী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ জসিম উদ্দিন তৈয়বী, রাশেদুল ইসলাম রাশেদ, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি নঈম উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিরোধ

১৪ অক্টোবর, ২০২২
১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ