পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা। গত বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। নাখালা বলেন, সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের সময় সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে যে জবাব দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে, অভিন্ন শত্রুকে প্রতিহত করতে এবং লক্ষ্যপানে এগিয়ে যেতে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ রয়েছে। ইসলামি জিহাদ নেতা বলেন, শত্রুরা যেন আমাদের মধ্যে বিভেদের বীজ বপণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে ইসলামি জিহাদ ও হামাসসহ সবগুলো প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মাতৃভূমিকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরেও পূর্ণ উদ্যোমে প্রতিরোধ আন্দোলন সক্রিয় করার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের নিষ্ক্রিয় ভূমিকার কারণে গোটা পশ্চিম তীর অবৈধ বসতিতে ভরে ফেলা হয়েছে। তিনি যেকোনো মূল্যে দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।