নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ঢাকা শিক্ষা বোর্ড। এ দু’টি দল আগামীকাল বিকাল তিনটায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখী হবে। এর আগে আজ ঢাকা ও জয়পুরহাট জেলা স্থাননির্ধারণী ম্যাচে অংশ নেবে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিতে বিকেএসপি ৪-২ গোলে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের সোহানুর রহমান দু’টি এবং আরশাদ ও রকিবুল একটি করে গোল করেন। ঢাকার বেলাল হোসেন ও তানজিম দুই গোল শোধ দেন। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা শিক্ষা বোর্ড ৪-০ গোলে জয়পুরহাট জেলাকে হারায়। ঢাকা শিক্ষা বোর্ডের জাহিদ হোসেন তিনটি ও প্রমোদ দেওয়ান একটি গোল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।