Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বক্সিংয়ে বিভাগ ভিত্তিক বাছাই

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বক্সারদের নিয়ে শুরু হয়েছে বিভাগ ভিত্তিক বাছাই পর্ব। প্রত্যেক বিভাগে দু’দিন করে চলছে প্রতিভা বাছাই প্রক্রিয়া। রাজশাহী বিভাগের আট জেলার অংশগ্রহণে ৩০ ও ৩১ জানুয়ারি এবং রংপুর বিভাগের আট জেলার অংশগ্রহণে শেষ হয়েছে বাছাই কার্যক্রম। ১০ জেলা নিয়ে খুলনা বিভাগে ৫ ও ৬ ফেব্রুয়ারি, ছয় জেলা নিয়ে বরিশালে ৮ ও ৯ ফেব্রুয়ারি, চার জেলা নিয়ে সিলেটে ১১ ও ১২ ফেব্রুয়ারি, ১১ জেলা নিয়ে চট্টগ্রামে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, চার জেলা নিয়ে ময়মনসিংহে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এবং ১৩ জেলা নিয়ে ঢাকায় কোয়ালিফাইং রাউন্ডের খেলা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আট বিভাগে ছেলেদের সাতটি ও মেয়েদের পাঁচটি ওজন শ্রেণির প্রত্যেকটি থেকে দু’জন করে (২৪ জন) বক্সার নিয়ে ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতা। এ টুর্নামেন্টে ওই ২৪ জন ছাড়াও বিভিন্ন সার্ভিসেস দল, করপোরেশন, বিকেএসপি ও এফিলিয়েটেড বক্সিং ক্লাবের প্রায় আড়াই হাজার বক্সার অংশ নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাছাই

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ