Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম শ্রেণীতে উন্নীত ‘কুলাউড়া পৌরসভা’

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুলাউড়া উপজেলা সংবাদদাতা : দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় মেয়র শফি আলম ইউনুছের নিরলস প্রচেষ্টায় কুলাউড়া পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে (০২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কুলাউড়া পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত করার বিষয়টি মেয়রকে জানানো হয়।
কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ জানান, গত বছরের ০১ ফেব্রুয়ারি ২০১৬ সালে শপথ গ্রহণের মাধ্যমে কুলাউড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর সকলের সহযোগীতায় এক বছরের মাথায় কুলাউড়া পৌরসভা এ গ্রেডে উন্নীত করা সম্ভব হয়েছে।
পাশাপাশি তিনি বলেন,কুলাউড়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করায় বাংলাদেশ আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী,সচিব,জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর কুলাউড়া পৌরসভা ঘোষণা করা হয়। দুই দশকে সি থেকে বি এবং বি থেকে এ গ্রেডের পৌরসভা উন্নীত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ