Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিশরের অষ্টম শিরোপায় বাধা ক্যামেরুন

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ঘানাকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে উঠেছে ক্যামেরুন। গেলপরশু রাতের সেমি-ফাইনালে ২-০ গোলের এই জয়ে ২০০৮ সালের পর আবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠলো ক্যামেরুন। আগামীকাল চূড়ান্ত লড়াইয়ে মিশরকে হারাতে পারলে ১৫ বছর পর আবার আফ্রিকার সেরা হওয়ার গৌরব অর্জন করবে চারবারের চ্যাম্পিয়নরা। গ্যাবনের ফ্রান্সভিলেতে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের ৭২তম মিনিটে প্রতিপক্ষের একটি ফ্রি-কিক আটকে দিতে গিয়ে ব্যর্থ হয় ঘানার রক্ষণভাগ। সুযোগটি কাজে লাগিয়ে ক্যামেরুনকে এগিয়ে নেন মাইকেল নগাদেউ-নগাদজুই। ম্যাচের যোগ করা সময়ের কয়েক সেকেন্ড বাকি থাকতে পাল্টা আক্রমণে ক্যামেরুনের জয় নিশ্চিত করেন ক্রিস্তিয়ান বাসোগগ।
আগের দিন টাইব্রেকারে বুরকিনা ফাসোকে ৪-৩ গোলে হারিয়ে রেকর্ড নবমবারের মত আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে জায়গা করে নিয়েছে মিশর। প্রতিপক্ষের পেনাল্টি রুখে জয়ের নায়ক গোলরক্ষক ইশাম এল হাদারি। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র ছিল ১-১ গোলে।
প্রধমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মোহাম্মাদ সালাহ-এর গোলে এগিয়ে যায় মিশর। কিন্তু সাত মিনিট বাদেই স্কোরলাইনে সমতা এনে দেন এরিস্টাইড বাঞ্চে। বাঞ্চেই একমাত্র খেলোয়াড় যিনি চলতি আসরে মিশসের বিপক্ষে কোন গোল করলেন। আসরে এটি মিশরের টানা ষষ্ঠ ফাইনাল। সব মিলে নবমবারের মত ফাইনালে উঠে ঘানার রেকর্ড স্পর্শ করেছে তারা। ২০০৮ সালের আসরের ফাইনালেও মিশর ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল। সেবার ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় নীল নদের দেশটি। এবার জিতলেই নিজেদের রেকর্ডটা বাড়িয়ে আসরের অষ্টম শিরোপা ঘরে তুলবে মিশর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যামেরুন

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ